• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১১:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২৩, ১১:৫০ পিএম

যুক্তরাষ্ট্রকে হারাল বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্রকে হারাল বাংলাদেশের মেয়েরা
ছবি ● সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার পর যুক্তরাষ্ট্রকে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। মার্কিন মেয়েদের বিপক্ষে জয় ৫ উইকেটে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে উঠল দিশা বিশ্বাসের দল।

অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত হয়েছে আগেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচেও জয় দিয়ে অপরাজিত খেতাব ধরে রাখল বাংলাদেশ।

দুই ম্যাচ হেরে আসর শেষ করা যুক্তরাষ্ট্রের মেয়েরা এদিন শুরুতেই হারায় লাসিয়ার উইকেট। এরপর সাবধানী ব্যাটিং। দিশা ধিনগ্রার সঙ্গে জুটি বেঁধে ৫৭ রান যোগ করেন সিগ্ধা পাল। দলীয় ৬৮ রানে যখন দিশা কাটা পড়েন রান আউটে, ততক্ষণে ম্যাচের ১৫ ওভার চলে গেছে।

ওই রানেই আউট হন সিগ্ধা। এরপর কোনোমতে ১০০ রান পার করান ইশানি-গিতীকা জুটি। ইনিংসের শেষ বলে ১৬ রানে গিতীকা আউট হলে ১০৩ রানে থামে যুক্তরাষ্ট্র।

জবাবে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। দলীয় ১৯ রানে সুমাইয়াকে ফেরান অদিতি। আগের ম্যাচের সেরা প্রত্যাশা, এদিন প্রত্যাশা পূরণে ব্যর্থ। আউট হন মাত্র ৭ রান করে।

২১ রানে ২ উইকেট পড়ার পর দিলারার ১৭ আর স্বর্ণার ২২ রানে চাপ কাটালেও দুই জনেই ইনিংস বড় করতে ছিলেন ব্যর্থ। অধিনায়ক দিশাও ১০ রানের বেশি করতে পারেননি।

তারপরও টার্গেট বড় না হওয়ায় জয় পেতে কষ্ট হয়নি। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে অপরাজিত হিসাবেই সুপার সিক্সে বাংলাদেশ।

২০ জানুয়ারি (শুক্রবার) থেকে হবে সুপার সিক্সের খেলা।

জাগরণ/খেলা/নারীঅনূর্ধ্ব১৯টিটোয়েন্টিবিশ্বকাপ২০২২/এসএসকে