• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১২:১০ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৪, ২০২৩, ১২:১০ এএম

মিরপুরে ইংলিশদের হোয়াইটওয়াশের মিশন টাইগারদের

মিরপুরে ইংলিশদের হোয়াইটওয়াশের মিশন টাইগারদের
ছবি ● সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হতে পারে, তবে ইংলিশদের হোয়াইটওয়াশ করতে আশাবাদী নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ঘরের মাঠে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের থেকে এই জয়কে অনেক এগিয়ে রাখছেন সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল তিনটায় মিরপুরে শেষ টি-টোয়েন্টি শুরু হবে।

২০২১-এ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকেও টি-টোয়েন্টি সিরিজে হারায় টাইগাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে এবারের জয় তারচেয়েও বিশেষ কিছু। পরিবর্তনের ডাক, নতুনদের টি-টোয়েন্টি আপ্রোচ যার অন্যতম কারণ।

হোয়াইটওয়াশের মিশনে, ম্যানেজমেন্ট পরীক্ষা-নিরীক্ষা করবে? না-কি অপরিবর্তিত একাদশ নামাবে। একাধিক পরিবর্তনের আভাস মিলেছে।

তানভির, রাজা, শামীমে মধ্যে দুই জনকে দেখা যেতে পারে শেষ টি-টোয়েন্টিতে। দল যেটাই হোক, ৩-০তে সিরিজ জিততে আত্মবিশ্বাসী নির্বাচক হাবিবুল বাশার।

টানা খেলার মধ্যে থাকায় শেষ ম্যাচের আগের দিন অনুশীলন করেনি কোন দল। হোটেলে বিশ্রামে কাটিয়েছেন তারকারা। ইংল্যান্ড একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম।

উইকেটে খুব একটা পরিবর্তন আসবে না। স্পিনারদের জন্য থাকবে সহযোগিতা, যেখানে প্রথমে ব্যাট করা দলে ১৫০ এর মতো রান করলে, যথেষ্ট হতে পারে, সেটা ডিফেন্ড করতে।

জাগরণ/খেলা/ক্রিকেট/কেএপি