• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৩:২২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০১৯, ০৩:২৫ পিএম

প্রধানমন্ত্রীকে জিএম কাদের

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে দেশের মানুষকে বাঁচান

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে দেশের মানুষকে বাঁচান
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের - ছবি : জাগরণ

দেশের মানুষকে বাঁচাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বুধবার (২৪ জুলাই) দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল মাঠে প্রায় ৫ হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান। 

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে ছিল সব সময়, সারা জীবনই আর্তমানুষের পাশে থাকবে। দেশের মানুষের দুঃখ-দুর্দশায় আমরা তাদের পাশে থাকব, তাদের অধিকার আদায়ের আন্দোলনে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমরা এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সহায়তার হাত বাড়াতে দুর্গত মানুষের পাশে আছি। আমরা সাধ্যমতো সহায়তা পৌঁছে দেব বন্যার্ত মানুষের মাঝে।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেড এইচ/ এফসি

আরও পড়ুন