• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০, ০৩:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২০, ০৩:৩৩ পিএম

চাল চুরির দায়ে বানাড়ীপাড়া আ.লীগের সহ-সভাপতি আটক

চাল চুরির দায়ে বানাড়ীপাড়া আ.লীগের সহ-সভাপতি আটক
সংগৃহীত ছবি

বরিশালে কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখার ২৫৬ বস্তা চালসহ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ইউসুফ আলীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ইউসুফ আলীর আড়ত থেকে ওইসব চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

অপরাধ স্বীকার করায় ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদীদ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার উত্তরপাড় বাজারে নামবিহীন একটি দোকানে অভিযান চালিয়ে দেখা যায় সেখানে খাদ্য অধিদফতরের বস্তা খুলে চাল ফ্লোরে ফেলা হচ্ছে।

ম্যাজিস্ট্রেটকে ইউসুফ আলী জানান তিনি কাবিখার চাল কিনে বাজারজাত করার জন্য বস্তা পরিবর্তন করছেন। পরে তাকে মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য ক্রয়-বিক্রয়যোগ্য নয় বিধায় মোবাইল কোর্টের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেডএইচ/এসএমএম

আরও পড়ুন