• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ০৩:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ০৩:৫০ পিএম

‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র পোস্টার উন্মোচন, শীতে মুক্তি

‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র পোস্টার উন্মোচন, শীতে মুক্তি
প্রফেসর শঙ্কু ও এল ডোরাডোর পোস্টার-ইন্ডিয়ান এক্সপ্রেস

‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র পোস্টার উন্মোচন করা হয়েছে। সেই সঙ্গে নির্মাতা স্পষ্ট করলেন আসছে শীতেই মুক্তি পেতে যাচ্ছে সত্যজিৎ রায়ের এই জনপ্রিয় রচনা। মিরকিউরল বড়ি, নিশ্চিহ্নাস্ত্র এই সমস্ত সহযোগে বৈজ্ঞানিককে চিনেছিল পড়ুয়ারা। কৃতিত্ব অবশ্যই সত্যজিৎ রায়ের। তিনি এঁকে না চেনালে আর না লিখলে এতটা জনপ্রিয় হতো না প্রফেসর।

গিরিডির এই বৈজ্ঞানিককে সেলুলয়েডে নিয়ে আসছেন সন্দীপ রায়। পর্দায় আসছে প্রফেসর শঙ্কু, খবরটা শুনেই উৎসাহিত হয়ে পড়েছিলেন সিনেমাপ্রেমীরা। প্রথমে শোনা গিয়েছিল দুর্গাপূজাতেই মুক্তি পেতে পারে এই ছবি, কিন্তু তা হয় নি। ষষ্ঠীর দিন চমক দিলেন প্রযোজনা সংস্থা। খবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস

গল্পের কারণেই বিদেশে শুটিং হয়েছে এই ছবির। কলকাতা ছাড়াও ইউরোপ ও ব্রাজিলে শুটিং হয়েছে এই ছবির। যেহেতু কল্পবিজ্ঞানের ছবি তাই আশা করা যাচ্ছে স্পেশাল এফেক্ট ও ভি এফ এক্সের ওপর জোর দিতে হচ্ছে অনেকটাই। যেহেতু নকুড়বাবু ও এল ডোরাডো গল্প নিয়ে তৈরি হচ্ছে শঙ্কু সিরিজের প্রথম ছবি সেখানে প্রফেসর শঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় আর নকুড়বাবু শুভাশিস মুখোপাধ্যায়।

এসএমএম

আরও পড়ুন