তুলশীগঙ্গা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২০, ০৪:৪৯ পিএম তুলশীগঙ্গা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের রজাকপুর এলাকায় তুলশীগঙ্গা নদী থেকে মাঝ বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ৪ মে ) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে ওই নারী পরিচয় এখনো জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফয়সাল জানান, দুপুরে এলাকার লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এসময় মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেয়া হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

তিনি জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এসএমএম

আরও সংবাদ