‘আম্ফানের ক্ষতি মোকাবেলায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার’

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০২০, ০৩:১৬ পিএম ‘আম্ফানের ক্ষতি মোকাবেলায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আম্ফানের ক্ষতি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে ধেয়ে আসা অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান মোকাববেলার সার্বিক তদারকির অংশ হিসেবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে একথা বলেন তিনি।

বুধবার (২০ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই উচ্চপর্যায়ের সভা।

এতে অংশ নেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সদস্যরা। সভায় প্রলয়ঙ্করী এই ঝড় থেকে জানমাল রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়-আম্ফানের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষতি সামাল দিতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনা জারি রেখেছেন শেখ হাসিনা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অধিবাসীদের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এসএমএম

আরও সংবাদ