বার কাউন্সিল পরীক্ষা দিতে হাইকোর্টে রিট

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ১১:৫৯ এএম বার কাউন্সিল পরীক্ষা দিতে হাইকোর্টে রিট

স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ৪১ শিক্ষার্থী হাইকোর্টে একটি  রিট দায়ের করেছেন। রিটে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের নির্দেশনা চেয়েছেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে রিটকারীদের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্টামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভূক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দিচ্ছে না। তাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে তারা হাইকোর্টে রিট দায়ের করেছেন। 

রিটে আইনসচিব, শিক্ষাসচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও স্টামফোর্ড ইউনিভার্সিটির ভিসিকে বিবাদী করা হয়েছে।

রিটকারী ৪১ জনকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও ফরম পূরণের সুযোগ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

এমএ/এসএমএম 

আরও সংবাদ