শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ও চীনের আলোকচিত্রীদের প্রদর্শনী

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৮:৩৮ পিএম শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ও চীনের আলোকচিত্রীদের প্রদর্শনী
প্রদর্শনী ঘুরে দেখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এ খালিদসহ অতিথিবৃন্দ- ছবি : কাশেম হারুন

শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘দ্যা বেল্ট অ্যান্ড রোড চেংদু-ঢাকা’ শীর্ষক ফটোগ্রাফিক প্রদর্শনী।  

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে একাডেমির জাতীয় চিত্রশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আশফাক আহমেদ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, চীন এবং বাংলাদেশের আলোচিত্রীদের এ ধরনের আয়োজন দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে এবং আলোকচিত্র শিল্পকে সমৃদ্ধ করবে। 

প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের সংস্কৃতি এবং পর্যটনের ওপর ১০০টি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চীন থেকে আগত ১১জন আলোকচিত্র শিল্পী অংশ নেন। 

প্রদর্শনী ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা হতে রাত ৭ টা সবার জন্য খোলা থাকবে। 

এসএমএম

আরও সংবাদ