সেই নজরুল যুবলীগ থেকে বহিষ্কার

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৭:৪২ পিএম সেই নজরুল যুবলীগ থেকে বহিষ্কার
গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল-সংগৃহীত

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলকে সংগঠন থকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের যুবলীগের কার্যালয়ে সংগঠনের জরুরি এক সভায় তাকে বহিষ্কার করা হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।  

জানা গেছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে রেজাউল মোল্লা ওরফে আবু ডাক্তার নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা হয় গোয়ালন্দঘাট থানায়।

মামলার প্রধান আসামি গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় তাদের রাজবাড়ীর আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সংবাদ মাধ্যমে নজরুলের বিপুল অর্থশালী হওয়া ও বিলাসী জীবনের খবর প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, যুবলীগ নেতা হয়ে মাত্র কয়েক বছরে বিপুল অর্থবিত্ত, আলিশান বাড়ি, দামি একাধিক গাড়ির মালিক হয়েছেন নজরুল মণ্ডল।

এএইচএস/এসএমএম

আরও সংবাদ