• ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ০৩:২৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০২০, ০৩:২৪ পিএম

কোভিড-১৯

বরগুনায় আরও ৪ জন সুস্থ

বরগুনায় আরও ৪ জন সুস্থ
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪ রোগী ● নাহিদ এম হোসেন লিটু

বরগুনায় আরও ৪ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বিভাগ পুলিশের সহায়তায় বাড়ি পৌঁছে দেয় তাদের। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন ৯ জন।

হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সোহরাব হোসেন দৈনিক জাগরণকে জানান, এসব ব্যক্তিরা ঢাকার বিভিন্ন স্থান থেকে করোনা আক্রান্ত হয়ে বরগুনায় আসেন। পরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠালে তারা করোনা পজেটিভ জানান। এরপর ওই ৪ জনকে সদর হাসপাতালের আইসোলেশনে রেখেছিলেন তারা। তাদের  অবস্থার উন্নতি হলে দু’বার নমুনা সংগ্রহ করে পাঠালে তাদের করোনা নেগেটিভ আসে। এর আগে তিন দফায় আরও ৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

এসএমএম

আরও পড়ুন