• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৮, ০৮:৫৪ এএম

তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব আউয়াল বহিস্কৃত

তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব আউয়াল বহিস্কৃত

 

তরিকত ফেডারেশন থেকে দলটির সাবেক মহাসচিব ও লক্ষ্মীপুর - ১ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ২৪ এর উপ-ধারা শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম বর্হিভূত কর্মকাণ্ডের কারণে তাকে বহিস্কার করা হয়।

শুক্রবার (২৩ নভেম্বর) রাতে তরিকত ফেডারেশনের মহাসচিব শেখ রেজাউল হক চাঁদপুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

একই কারণে চলতি বছরের ১৮ এপ্রিল তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তার পক্ষ থেকে কোনো সদুত্তর দিতে পারেননি। পাশাপাশি তিনি তরিকত ফেডারেশনের বাইরে ইসলামি ডেমোক্রেটিক এলায়েন্স নামে রাজনৈতিক জোটের সঙ্গে নিজেকে জড়িয়েছেন যা গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র লঙ্ঘন। এ অনুযায়ী ৩০-এর উপ ধারা ১-এর বলে এম এ আউয়ালকে বহিস্কার করা হয়েছে। 

দলের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, যেহেতু দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী এম এ আউয়ালকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বহিস্কার করা হয়েছে, সুতরাং আউয়াল দলের কেউ নয়। 

এএইচএস/এএস/এফসি