• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ২২, ২০১৯, ০৭:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২২, ২০১৯, ০৭:১৩ পিএম

তিন বিষয়ে তথ্য চেয়ে তৃণমূলে আ. লীগের চিঠি

তিন বিষয়ে তথ্য চেয়ে তৃণমূলে আ. লীগের চিঠি

জাতীয় সম্মেলন সামনে রেখে তিন বিষয়ে তথ্য জানতে চেয়ে তৃণমূলে চিঠি পাঠানো শুরু করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (২১ জুন) থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা ওই চিঠি রেজিস্ট্রি ডাকযোগে আনুষ্ঠানিকভাবে পাঠানো শুরু হয়েছে। ওই তিনটি বিষয়ে দ্রুত তথ্য দিতে হবে ফিরতি চিঠিতে। সময় দেয়া হয়েছে এক সপ্তাহ।

৩টি বিষয় হলো- ১. দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রেরণ, ২. দলীয় কার্যালয় থাকলে তার ঠিকানা ও হালনাগাদ কার্যক্রমের প্রতিবেদন পাঠাতে হবে। জেলা-উপজেলায় দলীয় কার্যালয় না থাকলে জমি আছে কি-না, বা জমি কেনার কোনও প্রক্রিয়া শুরু হয়েছে কি-না এসব তথ্য ওই প্রতিবেদনে থাকতে হবে এবং ৩. মেয়াদোত্তীর্ণ তৃণমূল পর্যায়ের কমিটি করার জন্য নির্দেশনা প্রদান ও দ্রুত সম্পন্ন করা নির্দেশ। 

তৃণমূলে নির্দেশনা দিয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘‘আপনারা অবগত আছেন, বিগত ২০ মে ২০১৭ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন ‘গণভবন’- এ  অনুষ্ঠিত বিশেষ বার্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি সংগঠনের সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু এখনও যে সব সাংগঠনিক জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সদস্য ফরম সংগ্রহ করা হয় নি, অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সংগঠনের কেন্দ্রীয় কার্যলয়ে থেকে সদস্য ফরম সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। একই সাথে প্রতিটি শাখায় নতুন ভোটারদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো যাচ্ছে।’’ 

ওই চিঠিতে আরও বলা হয়, ‘‘আপনারা আরো অবগত আছেন, ইতোপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে সকল জেলা/মহানগর/উপজেলা শাখায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিজস্ব ভবন সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশনা মোতাবেক যে সকল জেলা/মহানগর/ উপজেলা শাখার নিজস্ব ভবন নেই, সেখানে সংগঠনের পক্ষ থেকে ভবন নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে। সে মোতাবেক সংশ্লিষ্ট শাখা সমূহকে দলীয় কার্যালয়ের অবকাঠামোগত স্থাপনার প্রতিবেদন কেন্দ্রে প্রেরণসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সাথে আপনার সাংগঠনিক জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড-এর অন্তর্ভুক্ত শাখাসমূহের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বে গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত সম্মেলন এখনও অনুষ্ঠিত হয় নি। যে সব শাখার সম্মেলন অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হলো।’’

চিঠিতে উল্লেখ করা হয়, ‘‘আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের প্রবীণ ত্যাগী নেতাদের সম্মাননা প্রদানের কর্মসূচি ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।’’ 

এএইচএস/এসএমএম