• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০১৯, ১০:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০১৯, ১০:০২ পিএম

বাম দলের হরতালে সমর্থন করে প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল

বাম দলের হরতালে সমর্থন করে প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল
টিএসসিতে প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল

গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রোববার (০৭ জুলাই) ডাকা হরতালের সমর্থনে শনিবার (০৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি মশাল মিছিল বের করে প্রগতিশীল ছাত্র জোট।

সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে নিউ মার্কেট, কাঁটাবন মার্কেট ও শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় তারা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নানা ধরণের স্লোগান দেন।
 
মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এবং একাংশের সভাপতি মাসুদ রানা। 

এছাড়াও সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআইআর/