• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৪:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২১, ০৪:১৭ পিএম

দেশেই টিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর : স্বাস্থ্যমন্ত্রী

দেশেই টিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর : স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশেই করোনার টিকা উৎপাদনের নির্দেশনা দিয়েছেন বলে জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

রোববার (২১ মার্চ) সকালে কেন্দ্রীয় ঔষধাগারের ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাহিদ মালেক এ কথা বলেন।

জনসাধারণকে সতর্ক করেন জাহিদ মালেক বলেন, “স্বাস্থ্যবিধি না মানায় করোনা বাড়ছে। এটি ২ থেকে ১০ শতাংশে উঠেছে। স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্টের জরিমানার মুখে পড়বেন।”

সবাইকে আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব নয়।”

দেশে করোনার ভ্যাকসিন তৈরি হবে কি না, এ প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, “ওষুধের মতো ভ্যাকসিনও দেশে তৈরির চেষ্টা হচ্ছে। একটি কারখানাও আমরা দেখেছি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন দেশেই করোনার টিকা উৎপাদনের। আমরা সেদিকে এগোচ্ছি।”