• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ১১:০৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০২১, ১১:০৮ এএম

গ্যাটকো দুর্নীতিতে খালেদার নাম জড়ানোয় ক্ষুব্দ বিএনপি

গ্যাটকো দুর্নীতিতে খালেদার নাম জড়ানোয় ক্ষুব্দ  বিএনপি
ফাইল ছবি

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়াসহ বাকি আসামিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে গেলো ১৪ জুলাই রায় প্রকাশ করেন হাইকোর্ট। এতেই চটেছে বিএনপি।

খালেদা জিয়ার নাম জড়ানোয় বিস্ময় প্রকাশ করেছে বিএনপি।

শনিবার (১৭ জুলাই) দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এ রায়ের কড়া সমালোচনাও করা হয়। যাতে লন্ডন থেকে যুক্ত হন তারেক রহমানও।

রোববার (১৮ জুলাই) সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব বলেন, মামলার এ পর্যায়ে খালেদা জিয়ার নাম জড়ানো উদ্দেশ্যমূলক।

বিএনপির এমন প্রতিক্রিয়াকে আদালত অবমাননা বলছেন দুদক আইনজীবী। তার মতে, রায় না পড়ে ও না বুঝেই এমন বক্তব্য রেখেছেন মির্জা ফখরুল।

মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৩ এ অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে। হাইকোর্টের আদেশের কারণে মামলাটি চলতে আর বাধা রইলো না।

জাগরণ/এমএ