• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০১:২৮ পিএম

ক্রিকেট বল কুড়াতে গিয়ে তরুণ গুলিবিদ্ধ

ক্রিকেট বল কুড়াতে গিয়ে তরুণ গুলিবিদ্ধ

ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরে এক শিল্পপতির মর্মান্তিক আক্রমণের শিকার হয়েছেন অরবিন্দ চৌহান নামের এক তরুণ। ক্রিকেট খেলতে গিয়ে বল ওই শিল্পপতির বাড়িতে ঢুকে পড়ায় তা কুড়িয়ে আনতে গিয়েছিলেন অরবিন্দ।

স্থানীয় সবজি ব্যবসায়ী অরবিন্দ শিল্পপতি সি পি আগারওয়ালের বাড়ির সামনে গত ২৩ জুলাই সন্ধ্যায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিল। সিপি আগারওয়াল স্থানীয় এক শিল্প সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। ক্রিকেট খেলার মধ্যেই এক সময় বল উড়ে গিয়ে আগারওয়ালের বাড়ির আঙিনায় গিয়ে পড়ে। পাঁচিল টপকে অরবিন্দ বল আনতে গেলেই সরাসরি তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন আগারওয়াল।

অরবিন্দর চোখে ও কপালে দুটি গুলি লেগেছে। ঘটনার পরেই তাকে স্থানীয় বিআরডি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে তাকে স্থানান্তর করা হয় লক্ষ্মৌয়ের এসজিপিজিআই হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত অরবিন্দর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল।

অন্যদিকে অভিযুক্ত শিল্পপতি সিপি আগারওয়াল পলাতক রয়েছেন।

এমএইচএস

আরও পড়ুন