• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০২:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০২:২২ পিএম

নিশ্চিত হলো সাকিবের বিপিএল দল

নিশ্চিত হলো সাকিবের বিপিএল দল

বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ দুপুর ২টার কিছু পরে রংপুর রাইডার্সের কার্যালয়ে উপস্থিত হয়ে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এর আগে বিপিএলের তৃতীয় মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি।

আবার রংপুরে ফিরতে পেরে সাকিব জানালেন, 'আমি খুব এক্সাইটেড। আশা করি এবার রংপুর রাইডার্সকে ভালো কিছু উপহার দিতে পারব। তাদেরই একটি দল বসুন্ধরা কিংস এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। ওই দলে আমার এক বিকেএসপির বন্ধু স্ট্রাইকার হিসেবে খেলেছে। আমিও চাইব ক্রিকেটে রংপুরকে চ্যাম্পিয়ন করতে।'

এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সব আলো কেড়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে মাঠে নেমে করেছেন ৬০৬ রান, সেঞ্চুরি ছিল ২টি। বল হাতেও নিয়েছেন ১১টি উইকেট। তাই ঘরোয়া টি-টুয়েন্টির উত্তেজনাপূর্ণ আসর বিপিএলে তাকে নিয়ে ছিলো অনেক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ। তবে শেষ পর্যন্ত সাকিবকে দলে ভেড়াতে সক্ষম হয় রংপুর রাইডার্স।

এবারের বিপিএলে রংপুর রাইডার্সে সাকিব ছাড়াও খেলবেন রাইলি রুশো, অ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুটের মতো তারকারা। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দলটি এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে রয়েছে।

এমএইচএস

 

আরও পড়ুন