• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ১২:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ১২:৪৬ পিএম

অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ জিততে চান সাকিব

অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ জিততে চান সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে পারলে সেটাই হবে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে ভক্তদের নিয়ে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেছেন সাকিব। 

বিশ্বকাপ শেষে ইউরোপ ভ্রমণের পর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারসহ অবস্থান করছেন সাকিব। সাকিবকে কাছে পেয়ে উল্লাসিত নিউ ইয়র্কের টাইগার ফ্যানরাও। 

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান ও বোলিংয়ে ১১ উইকেট নিয়ে সাকিব ছিলেন এবারের বিশ্বকাপের সেরা ব্যক্তিগত পারফর্মার। ছিলেন বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে। সাকিবও আশা করেছিলেন ট্রফিটা তার হাতেই উঠবে। তিনি বলেন, 'শেষ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল, পুরস্কারটা পেয়েই যাব, তবে উইলিয়ামসন যেভাবে খেলে দলকে ফাইনালে তুলেছেন, তাতে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ায় আমার কোনো আক্ষেপ নেই'। 

চলতি বিশ্বকাপের ফাইনাল জমজমাট হলেও চ্যাম্পিয়ন নির্ধারণের প্রক্রিয়া পছন্দ হয়নি সাকিবের। এ বিষয়টি নিয়ে আইসিসি আরও চিন্তা ভাবনা করবে বলে আশা রাখেন সাকিব। 

এমএইচএস  

আরও পড়ুন