• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ০৯:১৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০১৯, ০৯:১৪ এএম

৭-১০ দিনের মধ্যে টাইগারদের কোচ নিয়োগ : পাপন 

৭-১০ দিনের মধ্যে টাইগারদের কোচ নিয়োগ : পাপন 
নাজমুল হাসান পাপন। ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব থেকে স্টিভ রোডসের চলে যাওয়ার পর থেকেই তার স্থানে কে দায়িত্ব নিতে যাচ্ছেন, তা নিয়ে জল্পনার যেন শেষ নেই। কেমন কোচ টাইগারদের জন্য উপযুক্ত হবে, তা নিয়েও চিন্তা-ভাবনায় টিম ম্যানেজমেন্টের ভেতরে কম হয়নি।

স্টিভ রোডস চলে যাওয়ার পর হেড কোচ পেতে আবারো ঘাম ছুটে যাচ্ছিল বিসিবির। গত শনিবার (৩ আগস্ট) বিসিবির প্রধান নির্বাহী, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানসহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক টাইগারদের হেড কোচ নিয়োগের বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। 

শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে না পারার পর তারা সবাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় প্রায় ঘন্টাখানেক সভা করেন। সভা শেষে জানা গিয়েছিল হেড কোচ নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। 

তবে এবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন এক কথা। সোমবার (৫ আগস্ট) আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য ক্রীড়া সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন,  দ্রুত কোচ নিয়োগ হয়ে যাবে। ৭ থেকে ১০ দিনের মধ্যে কোচ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে।

আরআইএস 
 

আরও পড়ুন