• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৮, ২০১৯, ০৫:১৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৮, ২০১৯, ০৫:২২ পিএম

টাইগারদের কোচ হতে পাঞ্জাব ছাড়লেন হেসন!   

টাইগারদের কোচ হতে পাঞ্জাব ছাড়লেন হেসন!   
পাঞ্জাবের দায়িত্ব ছাড়লেন হেসন- ছবি: টুইটার

দু'দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান কোচ হেড কোচ নিয়োগ দেয়ার প্রক্রিয়ার বেশ কাছাকাছি চলে এসেছেন তারা। ৭-১০ দিনের মধ্যেই স্টিভ রোডসের জায়গা কে নিচ্ছেন তা জানিয়ে দেয়া হবে। 

গতকাল (বুধবার) বিসিবি কার্যালয়ে সাক্ষাৎকার দিতে আসেন সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো। সকলে ধরে নিয়েছিল হয়ত কোচ হওয়ার ব্যাপারে আলোচনা করতেই এসেছেন তিনি। তবে পরবর্তীতে জানা যায়, হাই পারফরম্যান্স টিম অথবা ‘এ’ দলের কোচ হতে আলোচনা করতে এসেছিলেন তিনি। 

এদিকে ডোমিঙ্গোকে নিয়ে আলোচনা শেষ না হতেই উড়ো খবর, নিউজিল্যান্ডের মাইক হেসনকে মনে ধরেছে বিসিবির। সব কিছু ঠিক মতো চললে তিনিই হতে পারেন বাংলাদেশের পরবর্তী কোচ। এদিকে আজ (বৃহস্পতিবার) সেই গুজবের পালে নতুন করে হাওয়া দিলেন হেসন নিজেই। 

কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি জানান, পাঞ্জাবের হতে আর কাজ করতে চান না তিনি, তাই দলটির কোচের পদ ছাড়ছেন। 

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের সাম্প্রতিক প্রতিবেদনও দুয়ে দুয়ে চার মেলার আভাস দিচ্ছে। তারা জানিয়েছে, কোচ নিয়োগে পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা করে ফেলছে বিসিবি। যার মধ্যে রয়েছে হেসনেরও নাম। 

সেই তালিকার বাকি চারজন হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো, জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস ও শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে।

ফারব্রেস অবশ্য বিসিবির সঙ্গে কাজ করতে রাজি নন। অন্যদিকে, সম্প্রতি পাকিস্তানের ব্যাটিং কোচের পদ থেকে ছাঁটাই হওয়ায় ফ্লাওয়ারেরও কোচ হয়ে বাংলাদেশ আশা অনেকটা অসম্ভব। হাথুরুসিংহের ব্যাপারেও বিসিবির আগ্রহ কম। 

এদিকে ডোমিঙ্গো যদি সত্যি সত্যিই ‘এ’ দল অথবা হাই পারফরম্যান্সের টিমের দায়িত্ব নিয়ে নেন, তবে বলাই যায়- রোডসের চেয়ারে বসছেন ৪৪ বছর বয়সী হেসনই।  


এসএইচএস 

আরও পড়ুন