• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০৪:২৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ০৪:৩৪ পিএম

টাইগারদের কোচ হতে ঢাকায় রাসেল ডোমিঙ্গো! 

টাইগারদের কোচ হতে ঢাকায় রাসেল ডোমিঙ্গো! 
দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো - ছবি: ইন্টারনেট

স্টিভ রোডসের প্রস্থানের পর হেড কোচশূন্য হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে খালেদ মাহমুদ সুজন ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করলেও নামীদামী কোচ আনতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভালো কোচ পেতে বিজ্ঞপ্তিও প্রকাশ করে বোর্ড।

আর সেই বিজ্ঞপ্তির সুবাদেই বাংলাদেশে আসলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। 

বিসিবিতে কোচের চাকরির সাক্ষাৎকার দিতে আজ (বুধবার) সকাল ১০টায় ঢাকায় এসে পৌঁছান রাসেল। আজই সাক্ষাৎকার পর্ব সেরে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই পেশাদার কোচ ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন। এরপর বাকি দুই ফরম্যাটেও (টেস্ট ও ওয়ানডে) গ্যারি কারস্টেনের স্থলাভিষিক্ত হন তিনি। 

এসএইচএস 

আরও পড়ুন