• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০১৯, ০৪:১৬ পিএম

স্বার্থসংঘাত সব পেশাতেই রয়েছে: কুম্বলে

স্বার্থসংঘাত সব পেশাতেই রয়েছে: কুম্বলে
অনিল কুম্বলে - ছবি: ইন্টারনেট

একই সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান এবং ইন্ডিয়া সিমেন্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট থাকায় স্বার্থসংঘাতের অভিযোগ তুলে সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈন (অবসরপ্রাপ্ত বিচারক) চিঠি পাঠায়।

এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় লেগে যায় ক্রিকেটমহলে। দ্রাবিড়কে সমর্থন জানিয়ে বক্তব্য দেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারও। 

এবার সেই তালিকায় যোগ দিয়েছেন দ্রাবিড়ের সাবেক সতীর্থ অনিল কুম্বলে। ভারতীয় দলের সাবেক এই কোচ বলেছেন, ‘সব ধরনের পেশায়-ই স্বার্থসংঘাত জড়িয়ে থাকে। কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার আগে সেই বিষয় নিয়ে আপনি কী ভাবছেন, তার উপরেই সমস্ত কিছু নির্ভর করে।’ 

কুম্বলে বলেন, ‘হতাশ লাগছে যে, শুধুমাত্র ক্রিকেটারদের এরকম বিতর্কের মুখে পড়তে হচ্ছে। খুব কম ক্রিকেটারই রয়েছে, যারা দেশকে সাফল্য এনে দিয়েছেন। অথচ ভারতে তিনশ জনকে পাওয়া যাবে যারা দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। এর মধ্যে অর্ধেক ক্রিকেটার হয়তো ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে খেলাটার সঙ্গে যুক্ত। তাদের যদি কাজটা করতে না দেয়া হয়, খুঁজতে হবে কারা ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চান।’ 

এসএইচএস 

আরও পড়ুন