• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০৫:০৭ পিএম

সোমবার ভারত যাচ্ছে হ্যান্ডবল দল

সোমবার ভারত যাচ্ছে হ্যান্ডবল দল
ছবি: সংগৃহীত

অষ্টম এশিয়ান ওমেন্স ইয়ুথ (অনূর্ধ্ব-১৭) হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল (সোমবার) দেশ ছাড়বে বাংলাদেশ দল। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ইন্ডিয়ান হ্যান্ডবল ফেডারেশেন আয়োজিত ভারতের জয়পুরে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে দুই ভাগে বিভক্ত হয়ে মোট দশটি দল অংশ নিচ্ছে। 

প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, জাপান, উজবেকিস্তান ও চাইনিজ তাইপে রবং ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, চায়না, কাজাখস্তান, নেপাল এবং মঙ্গোলিয়া।

আজ (রোববার) বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে ২১-৩০ আগস্ট অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো: জাফর উদ্দিন। প্রতিযোগিতা সম্পর্কে বক্তব্য ও তথ্য প্রদান করেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ যুব দলের ম্যানেজার নূরুল হক বিশ্বাস, যুব দলের প্রশিক্ষক তৌহিদুর রহমান এবং যুব দলের অধিনায়ক আলপনা আক্তার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গ্রুপে প্রতিপক্ষরা কঠিন হলেও, বাংলাদেশ ভালো নৈপুণ্য প্রদর্শন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া সচিব।

বাংলাদেশ দল : সৈয়দা তাসলিমা আক্তার (দলনেতা), নূরুল হক বিশ্বাস (ম্যানেজার), মো: তৌহিদুর রহমান (প্রশিক্ষক), মো: নুরুল ইসলাম (বি.এইচ.এফ অফিসিয়াল), আলপনা আক্তার (অধিনায়ক) খাদিজা খাতুন (সহ-অধিনায়ক) এবং খেলোয়াড়- মোসা: সানজিদা আক্তার, সুমাইয়া বানু, মোসা: আছিয়া আক্তার, মোসা: ইসরাত জাহান, ফৌজিয়া রহমান তরু, পান্না আক্তার বর্ষা, সুবর্ণা আক্তার স্বর্ণা, স্মৃতি আক্তার, নাজনিন নাহের, শারমিন আক্তার রুপা, বেবী আক্তার ও মোসা: মিষ্টি খাতুন।


সূত্র: বাসস 
এসএইচএস 

আরও পড়ুন