• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ১১:৩৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০১৯, ১১:৩৪ এএম

মানসিক শক্তি বাড়াতে হবে ক্রিকেটারদের: লারা

মানসিক শক্তি বাড়াতে হবে ক্রিকেটারদের: লারা
শাই হোপকে পরামর্শ দিচ্ছেন ব্রায়ান লারা- ছবি: ক্রিকবাজ

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ভারতের কাছে ধবলধোলাই হওয়ার পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ভারতের বিরুদ্ধে উইন্ডিজদের প্রথম টেস্ট শুরু আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। 

দলের মধ্যে বোঝাপড়া বাড়াতে এরইমধ্যে কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকে ক্যারিবীয় প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে। দলের সঙ্গে কয়েকদিন থেকে লারার অভিমত, দলটির মধ্যে দলে প্রতিভার অভাব নেই; কিন্তু মানসিক শক্তির দিক থেকে পিছিয়ে ক্যারিবীয়ান ক্রিকেটাররা।  

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে লারা বলেছেন, ‘আমি ওদের একটা ব্যাপারে সাহায্য করতে পারি। আর তা হলো, ক্রিকেটের প্রতি ওদের মন-মানসিকতা ঠিকঠাক করা। যখন খেলতাম আমি তখন নিজেও এই ব্যাপারটার ওপর জোর দিতাম। টেকনিক্যাল দিক তো আছেই, পাশাপাশি মানসিকতাতেও ধীরে ধীরে উন্নতি করতে পারলে দলের তরুণ ক্রিকেটাররা খুবই লাভবান হবে।’ 
 
দলটির প্রস্তুতি শিবিরে যোগ দেয়ার বিষয়ে লারা বলেছেন, ‘আমার মনে হয়েছে বর্তমান দলটা যথেষ্ট যোগ্য। প্রতিভার অভাব নেই। এ কারণে আমি ওদের সাহায্য করতে চেয়েছিলাম।’ 

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের (৪০০ রান) মালিক লারা মনে করেন, টেস্ট ক্রিকেটে ঠিক রাস্তায় হাঁটতে গেলে প্রথমে ঘরের মাঠে জেতা অভ্যাস গড়ে তুলতে হবে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১'এ টেস্ট সিরিজ জয় ক্যারিবীয়দের সেই রাস্তায়-ই রেখেছে।

লারা বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বড় প্রাপ্তি। ওই সিরিজ জয় বুঝিয়ে দিয়েছে, আমরা ঠিক দিকেই এগোচ্ছি। আমাদের প্রথমে ঘরের মাঠে সাফল্যের ভিত তৈরি করতে হবে। তারপর সেই সাফল্য ধরে রাখতে হবে দেশের বাইরেও।’ 

এসএইচএস 

আরও পড়ুন