• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০১:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০১৯, ০১:৩৭ পিএম

অনুশীলনের সময় রাশিয়ান অ্যাথলেটের মৃত্যু

অনুশীলনের সময় রাশিয়ান অ্যাথলেটের মৃত্যু
রাশিয়ান অ্যাথলেট মার্গারিটা প্লাভোনুভ। ফটো : ইন্সটাগ্রাম

মাত্র ২৫ বছর বয়সেই রাশিয়ান অ্যাথলেট মার্গারিটা প্লাভোনুভ অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই অ্যাথলেট একজন চ্যাম্পিয়ন হার্ডলার ছিলেন এবং ২০২০ টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করার ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন। 

রাশিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী, প্লাভোনুভাকে পশ্চিম রাশিয়ায় তার গ্রামের বাড়ি তামব্লোব অবলাষ্টে মৃত অবস্থায় পাওয়া যায়। 

অনুশীলনরত অবস্থায় ঘাসের উপর পড়ে ছিলেন প্লাভোনুভা। তাকে দ্রুত হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 

সেখানকার আঞ্চলিক অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। স্থানীয় মিডিয়া অবশ্য বলছে, কঠোর অনুশীলনের জন্যই মার্গারিটা প্লাভোনুভের মৃত্যু হয়েছে।

আঞ্চলিক ফেডারেশন তার শেষকৃত্য আয়োজনের ঘোষণা দিয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিয়ে ভিন্ন কোনো সন্দেহ করা না হলেও তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আরআইএস 

আরও পড়ুন