• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৩:০৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৩:৩৭ পিএম

যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন বাংলাদেশি ফুটবলার, খোঁজ নেই বাফুফের

যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন বাংলাদেশি ফুটবলার, খোঁজ নেই বাফুফের
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার ফুটবল মাতিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম। স্বনামধন্য ব্লীচার রিপোর্ট ডট কম অনুযায়ী মেজর লীগ সকার বিশ্বের অষ্টম শীর্ষস্থানীয় লীগ। সেখানকার অন্যতম সেরা ফুটবলার সামিত। 

সামিতের জন্ম কানাডার সর্ব উত্তরের শহর এডমন্টনে ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর। সামিতের বাবা-মা দু’জনই বাংলাদেশি, তার বাবার জন্মস্থান সিলেটে আর মায়ের ঢাকায়। 

২০০২ সালে যুক্তরাষ্ট্রের স্থানীয় ক্লাব এডমন্টন সাউথ-ওয়েস্ট ইউনাইটেড থেকে সামিতের ফুটবলে হাতেখড়ি হয়। ২০১৫ তে নর্থ আমেরিকান সকার লীগের একমাত্র কানাডিয়ান দল এফসি এডমন্টন এর একাডেমিতে তিনি নাম লেখান । 

সামিত একজন দ্রুতকায়, ধৈর্যশীল এবং আক্রমণাত্বক মানসিকতার সেন্ট্রাল মিডফিল্ডার। কানাডার অনূর্ধ্ব-২০ দলের অধিনায়কও হয়েছিলেন বর্তমানে অনুর্ধ্ব-২৩ দলে খেলা ২১ বছর বয়সী এই ফুটবলার। 

তবে বিদেশী লীগ মাতানো এই ফুটবলারের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এখনও পর্যন্ত তাকে নিয়ে আগ্রহ দেখায়নি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে।

এমএইচবি/আরআইএস

আরও পড়ুন