• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৭:৩১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৭:৩১ পিএম

এখনও ম্যাচ জেতা সম্ভব: সাকিব

এখনও ম্যাচ জেতা সম্ভব: সাকিব
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে প্রথমবার খেলতে নেমেই বিপাকে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আফগানদের ৩৪২ রানের জবাব দিতে নেমে আফগান স্পিনারদের তোপের মুখে পড়েছে টাইগাররা। দ্বিতীয় দিনশেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯৪ রান।

একটা সময় বাংলাদেশের শঙ্কা ছিল ফলো-অনে পড়ারও। মাত্র ৮৮ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছিল পাঁচ ব্যাটসম্যানকে। তবে শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলামের দৃঢ়তায় ফলো-অন এড়িয়েছে বাংলাদেশ। তবুও এই ম্যাচে আফগানিস্তানের লিড নেয়া এখন সময়ের ব্যাপার। 

তবে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন এখান থেকেও ম্যাচ জেতা সম্ভব। দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘এখনও ম্যাচ জেতা সম্ভব। ক্রিকেটে তো এমন অনেক  হয়েছে যে প্রথম ইনিংসে পেছনে থাকার পরেও ম্যাচ জিতেছে। এমন শত শত উদাহরণ আছে ঘুরে দাঁড়ানোর। তো আমরাও আশা করবো যেন এমন কিছুই হয়।’

শুধুমাত্র জয়ের আশাই নয়। জয় পেতে গেলে কী করতে হবে তাও জানিয়ে দিয়েছেন সাকিব। তিনি আরও বলেন, ‘জয়ের জন্য অবশ্যই আমাদের যে দুই উইকেট আছে, এরা যদি ভালো ব্যাটিং করে আরেকটু এগিয়ে নিতে পারে এবং আমরা পরে ভালো বোলিং করতে পারি...তারপরও রান তাড়া করতে অবশ্যই কঠিন হবে, মোটেও সহজ হবে না এ উইকেটে ওদের স্পিনারদের বিপক্ষে। তবে আমাদের ভেতর বিশ্বাস আছে, যে (জয় পাওয়া) সম্ভব।’

আরও পড়ুন