• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৮:১৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৮:১৬ পিএম

সাদা বলে আশা ডমিঙ্গোর

সাদা বলে আশা ডমিঙ্গোর

দিন কয়েক আগেই আফগানিস্তানের কাছে সাদা পোশাকে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। সেই ধাক্কা কাটানোর আগেই নামতে হচ্ছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে। শুক্রবার নিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা।  

সাদা পোশাকে লাল বলে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ দলের কোচ আশা দেখছেন ওই সাদাতেই। তবে তা পোশাক নয়, বলে। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে এসে রাসেল ডমিঙ্গোর আশা সাদা বলে ভালো করবে তার দল। 

তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ খুব ভালো দল। যে কোনো দলকে হারাতে পারে তারা। রেকর্ড তাই বলে। গত বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ অভিজ্ঞতার দিক দিয়ে দ্বিতীয় সেরা দল ছিল। মানের দিক দিয়ে কোনো ঘাটতি নেই, অভিজ্ঞতার দিক দিয়ে কোনো ঘাটতি নেই। তাই আমি মনে করি আমাদের খেলাটা খেলতে পারলেই ভালো করতে পারবো।’ 

আগামীকালের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে কি বাংলাদেশই ফেবারিট? এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন, ‘টি-টুয়েন্টিতে সবকিছুই সম্ভব। একটি নির্দিষ্ট দিনে মাঠে যে ভালো খেলবে তারাই জিতবে। আমরাও ভালো একটা পারফরম্যান্সের অপেক্ষায় আছি। আমি কোনো নিশ্চয়তা দেবো না কালকের জন্য। তবে এটুকু বলতে পারি যে সেরাটা দিয়ে ভালো কিছুর চেষ্টা করবো।’

এমএইচবি

আরও পড়ুন