• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৭:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৭:৪৫ পিএম

জয়ের জন্যই খেলবে বাংলাদেশ 

জয়ের জন্যই খেলবে বাংলাদেশ 
ছবি : টুইটার

দেশের ক্রিকেটে যেন নেমে এসেছে ঘোর ক্রান্তিকাল। আফগানিস্তানের কাছে একমাত্র টেস্ট হারের পর ত্রিদেশীয় সিরিজেও তাদের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। এর আগের ম্যাচেই অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। তবে সেই ম্যাচেও একটা সময় ছিল হারের শঙ্কা। 

এ অবস্থায় ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে যুক্ত হয়েছেন পাঁচ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবের মতো তরুণদের সঙ্গে দলে ফিরেছেন দুই অভিজ্ঞ রুবেল হোসেন ও শফিউল ইসলাম। জিম্বাবুয়ের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মোসাদ্দেক হোসেন জানালেন পারফর্ম না করলে যেকারো জন্যই দলে টিকে থাকা কঠিন। 

তিনি বলেন,‘পারফর্ম না করলে সবকিছুই কঠিন। কেউ যখন পারফর্ম করতে পারে না তখন তার জন্য আরও বেশি কঠিন হয়ে পড়ে দলে থাকাটা। যখন আমরা ভালো খেলি তখন দলের পরিবেশটা অন্যরকম থাকে। আর খারাপ খেললে সেটা যত দ্রুত ভুলে যাওয়ার চেষ্টা করি।’

জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও আফগানিস্তানের সঙ্গে যেন কিছুতেই পেরে উঠছে না বাংলাদেশ। এমন পরাজয়ের কারণ জানানোর সঙ্গে মোসাদ্দেক বলেছেন জয়ের জন্যই খেলবে বাংলাদেশ, ‘ আমার মনে হয় ছোট ছোট কারণগুলোর জন্যই আমরা ম্যাচগুলো হেরে যাচ্ছি। তাই ভুলগুলোকে যত কমিয়ে আনা যায় সেটাই আমাদের জন্য ভালো। আমরা অবশ্যই জেতার জন্য খেলব, এবং আমরা শতভাগ আক্রমনাত্মক ক্রিকেটটাই খেলব।’

এমএইচবি

আরও পড়ুন