• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৮:২০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৮:২০ পিএম

অধিনায়কত্বের ব্যাপারে কী ভাবছেন মোসাদ্দেক?

অধিনায়কত্বের ব্যাপারে কী ভাবছেন মোসাদ্দেক?
ফাইল ছবি

চট্টগ্রাম টেস্টের পর সাকিব জানিয়েছেন টেস্টে অধিনায়কত্ব না করলে তার জন্য ভালো হবে। আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমও জানিয়েছেন আর কখনোই অধিনায়কত্ব করতে চান না তিনি। এ অবস্থায় বোর্ড পরিচালকদের কেউ কেউ তরুণদের হাতে নেতৃত্ব দেয়ার পক্ষে। 

তা যদি সত্যিই হয়। তাহলে তরুণদের মধ্যে সবচেয়ে এগিয়ে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া লীগে নিয়মিতই অধিনায়কত্ব করেন তিনি। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এলেন মোসাদ্দেক। যেখানে তাই এলো তার অধিনায়কত্ব প্রসঙ্গও।  

অধিনায়কত্ব নিয়ে কী ভাবছেন মোসাদ্দেক তা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে বর্তমান অবস্থায় ওভাবে চিন্তা করছি না। ম্যানেজমেন্টে যারা আছেন তারাই এটা খুব ভালো বলতে পারবেন। আমি চেষ্টা করব দলে কতটুকু অবদান রাখতে পারছি সেদিকে ফোকাস করতে।'

এমএইচবি

আরও পড়ুন