• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৮:৩৭ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৮:৩৭ এএম

আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্রাজিল দলে ৩ নতুন মুখ 

আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্রাজিল দলে ৩ নতুন মুখ 
দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ফটো : এফসি নাইজা

সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে আগামী মাসে হতে যাওয়া দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেলেসাওদের হয়ে খেলার জন্য প্রথমবারের মতো ডাক পেয়েছেন দলে গোলরক্ষক সান্তোস, ডিফেন্ডার রেনান লোদি ও মিডফিল্ডার মাতেউস হেনরিক।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ব্রাজিলের কোচ তিতের ঘোষিত দলে ফিরেছেন ডিফেন্ডার রদ্রিগো কাইয়ো ও ফরোয়ার্ড গাব্রিয়েল বারবোসা। রদ্রিগো কাইয়ো ০১৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছিলেন। গাব্রিয়েল বারবোসা তিন বছর পর আবারো হলুদ শিবিরে খেলার সুযোগের অপেক্ষায় আছেন।

সিঙ্গাপুরে আগামী ১০ অক্টোবর সেনেগাল ও ১৩ অক্টোবর নাইজেরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: ওয়েভারটতন , এডারসন , সান্তোস 
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো , দানি আলভেস, দানিলো, এদের মিলিতাও, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা, রেনান লোদি, রদ্রিগো কাইয়ো। 
মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ফাবিনহো, ফিলিপে কুতিনহো, লুকাস পাকুয়েতা, মাতেউস হেনরিক। 
ফরোয়ার্ড: এভারটন, রবের্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, গাব্রিয়েল বারবোসা, রিচার্লিসন, নেইমার।  

আরআইএস 

আরও পড়ুন