• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৩:০০ পিএম

‘বাদ দেয়ার আগে ধোনির চলে যাওয়া উচিত’

‘বাদ দেয়ার আগে ধোনির চলে যাওয়া উচিত’
ছবি : গেটি

ভারতীয় ক্রিকেট ইতিহাসে মাহেন্দ্র সিং ধোনি একটি উজ্জ্বল তারার নাম। দেশের হয়ে অধিনায়ক হিসেবে সম্ভাব্য প্রায় সব শিরোপায় জিতেছেন তিনি। তবে ক্যারিয়ারের শেষদিকে এসে অবসর প্রসঙ্গে ধোনিকে সহ্য করতে হচ্ছে নানা সমালোচনার। 

৩৮ বছর বয়সী ধোনির অবসর আলোচনা অনেক দিন ধরেই চলছে ভারতীয় ক্রিকেটে। তবে এই ব্যাপারে এখনো মুখ খুলেননি ভারতের সাবেক এই অধিনায়ক। এবার ধোনির অবসর প্রসঙ্গে কথা বলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তরুণ ক্রিকেটারদের কথা মাথায় রেখে, এখনই ধোনির অবসরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।

গাভাস্কার বলেন, ‘যদি আমাদের টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা ভাবতে হয়। তবে অবশ্যই তরুণদের দিকে তাকানো উচিত। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অসামান্য। তবে এখন সামনে তাকানোর সময় এসেছে। ধোনির সময় শেষ। আমার মনে হয়, বাদ দেয়ার আগেই তার চলে যাওয়া উচিত।’

এমএইচবি

আরও পড়ুন