• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:৪২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:৪২ পিএম

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করলো বাংলাদেশের মেয়েরা

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করলো বাংলাদেশের মেয়েরা
সংগৃহীত ছবি

এই ম্যাচের আগে কারোই তেমন প্রত্যাশা নেই। থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের হারে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর জাপানের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয় তারা। 

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার এড়ানো তাই সবার কামনায়। এমন ম্যাচে বাংলাদেশের মেয়েরা গড়ে ফেলেছিল প্রায় বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা ইতিহাস। কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়নি। জিততে জিততেও অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। 

ম্যাচের ২১ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন তহুরা খাতুন। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক গোল করেন তিনি। ৭৭ মিনিটে অস্ট্রেলিয়ার ক্লাউডিয়া গোল করে সমতা ফেরান। এরপর ৭৮ মিনিটে আবারও গোল করেন তহুরা খাতুন। দুই মিনিট পরই (৮০ মিনিটে) অস্ট্রেলিয়াকে সমতায় ফেরালে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের মেয়েদের।

এই ম্যাচ দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের মেয়েদের অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ। তিন ম্যাচের দুইটিতে হার, ও একটিতে ড্র করেই আসর শেষ করলো বাংলাদেশের মেয়েরা।

এমএইচবি

আরও পড়ুন