• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৩:২০ পিএম

ফাইনালে অনিশ্চিত রশিদ খান

ফাইনালে অনিশ্চিত রশিদ খান
ছবি: বিসিবি

আগামী মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এই ম্যাচে আফগান অধিনায়ক রশিদ খানের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

শনিবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ইনিংসের অষ্টম ওভারে রান থামাতে গিয়ে চোটে পড়েন রশিদ। ফিজিওর সঙ্গে দ্রুত মাঠ ছাড়েন আফগান অধিনায়ক। পরে অবশ্য ফিরে এসে বোলিংও করেন তিনি। তবুও ফাইনালে রশিদ খানকে পাওয়া নিয়ে সংশয় কাটেনি।  

এই ব্যাপারে আফগানিস্তান দলের ম্যানেজার নাজিম জার আব্দুর রহিম জাই বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না ও (রশিদ) ফাইনালে থাকবে কি না। আপাতত সে ভালো আছে, দেখা যাক কী হয়। তাকে সুস্থ করে তুলতে দুই বা তিন দিন পাচ্ছি আমরা। আমাদের প্রার্থনা থাকবে, তার চোট যেন গুরুতর না হয়। ও আমাদের অধিনায়ক। আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখব। শেষ সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করব।’

এমএইচবি

আরও পড়ুন