• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৮:২৭ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৮:২৭ এএম

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয় 

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয় 
ভুটানের জালে বল পাঠিয়ে এভাবেই উদযাপন করেছে বাংলাদেশ। ফটো : সময় টিভি

বিশ্বকাপ বাছাইপর্বে কাতার এবং ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আয়োজিত আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে লিড এনে দেন স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। ম্যাচের ৩৬ মিনিটে ইব্রাহিমের ক্রসে বল নিয়ে মুহূর্তের মধ্যে দারুণ এক সাইড ভলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জীবন।

বিরতির পর ৫১ মিনিটে শেরিং দর্জি ভুতানের হয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান। এরপর ৭৪ মিনিটের ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের কিকে বিপলু আহমেদ গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের দল। ৭৮ মিনিটের সময় রবিউল লক্ষ্যভেদ করলে ভুটানের জালে বাংলাদেশের এক হালি গোল পূর্ণ হয়।

আগামী ৩ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ কাতারের মুখোমুখি হবে ১০ অক্টোবর, ঢাকায়। এরপর ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে। 

আরআইএস 
 

আরও পড়ুন