• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ১০:২২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০১৯, ১০:৫৩ এএম

চ্যাম্পিয়ন্স লীগ

অখ্যাত ক্লাবের বিপক্ষে অল্পের জন্য হার এড়ালো রিয়াল

অখ্যাত ক্লাবের বিপক্ষে অল্পের জন্য হার এড়ালো রিয়াল
রিয়ালকে লজ্জার হার থেকে বাঁচান কাসেমিরো। ছবি : গেটি

রিয়াল সমর্থকদের তখন উৎকণ্ঠার শেষ নেই। ঘরের মাঠ সান্তিয়াগো ব্যার্নাবুতে কী রিয়াল হেরে যাবে বেলজিয়ামের অখ্যাত ক্লাব ব্রুগের বিপক্ষে! এই শঙ্কা যখন চারদিকে ডালপালা মেলছে সেই সময়ে গোল করে রিয়ালকে লজ্জার হার থেকে বাঁচান কাসেমিরো।

তার ৮৫ মিনিটের গোলটা যদি না হতো তাহলে তো ব্রুগের বিপক্ষে হেরেই যাচ্ছিলো লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত দশ জনের দল হয়ে পড়া ব্রুগের বিপক্ষে ২-২ গোলে ড্র করেই স্বস্তি জিনেদিন জিদানের শিষ্যদের।

২০১৯-২০২০ চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচে পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছিল রিয়াল। ০১ অক্টোবর (মঙ্গলবার) রাতে চ্যাম্পিয়নস লীগে বেলজিয়ামের ক্লাব ব্রুগকে আতিথ্য দেয় তারা। যেখানে নয় মিনিটের মাথায় তাওয়ের ক্রস থেকে ইমানুয়েল বোনাভেনচারের গোলে এগিয়ে যায় বেলজিয়ান ক্লাবটি।  

৩৯ মিনিটে রিয়াল ডিফেন্ডারদের ভুলে ব্রুগেকে দ্বিতীয়বার এগিয়ে দেন সেই ইমানুয়েলই। আবারও এক লজ্জার হারের আশঙ্কায় পড়ে লস ব্লাঙ্কোসরা। বিরতির পর ৫৫ মিনিটে করিম বেনজেমার ক্রস থেকে হেডে ব্যবধানটা ২-১ করেন সার্জিও রামোস। 

এরপর নিজেদের রক্ষণ দূর্গ শক্তিশালি করে ব্রুগে। কিন্তু ৮৪ মিনিটে দশ জনের দল হয়ে পড়ে তারা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের মিডফিল্ডার রুদ ভরমার। এরপরের মিনিটেই সমতায় ফিরে রিয়াল। টনি ক্রুসের পাস থেকে বার্নাব্যুর দর্শকদের স্বস্তির নিঃশ্বাস এনে দেন কাসেমিরো। বাকি সময় আর গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। 

এই জয়ে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লাব ব্রুগে। ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে আছে গ্যালাতাসারাই ও রিয়াল মাদ্রিদ।

এমএইচবি

আরও পড়ুন