• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৪:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ০৪:৫৯ পিএম

এটাই আর্জেন্টিনার সেরা ম্যাচ: স্কালোনি

এটাই আর্জেন্টিনার সেরা ম্যাচ: স্কালোনি
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ছবি : ইএফই

দলে নেই সেরা তারকা লিওনেল মেসি। জায়গা হয়নি দুই তারকা ফুটবলার আনহেল দি মারিয়া ও আগুয়েরোরও। তাদের ছাড়াই জার্মানির বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে ঠিকই গোল শোধ করেছে আলবিসেলেস্তেরা। জার্মানদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। 

দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বাজে ফলাফলের পর আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর তার অধীনে ১৯ ম্যাচ খেলে ১১টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, সমান চারটি করে ম্যাচে এসেছে হার ও ড্র। 

মাত্র ২২ মিনিটের মাথায় দুই গোল হজম করেও দূর্দান্ত ভাবে ম্যাচে ফিরে এসেছে আর্জেন্টিনা। দলের কোচ স্কালোনির অধীনে এটাই কী আর্জেন্টিনার সেরা পারফরম্যান্স? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিপক্ষ বিবেচনায় সম্ভবত, হ্যাঁ। আগেও আমরা দারুণ কয়েকটি ম্যাচ খেলেছি। কিন্তু এই ম্যাচে আমাদের মনোভাব ছিল দুর্দান্ত।’

দলের পারফরম্যান্সে খুশি আর্জেন্টাইন কোচ বলেন, ‘পারফরম্যান্সের বাইরে নজর কেড়েছে তাদের গোল করার তীব্র বাসনা এবং হাল ছেড়ে না দেওয়া। দ্বিতীয়ার্ধে এটাই ছিল আমাদের দলের দারুণ একটা ব্যাপার। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ কঠিন হয়ে গিয়েছিল। আমাদের জন্য হতাশায় শেষ হতে পারতো। প্রথমার্ধে আমরা নিজেদের মতো করে খেলতে পারিনি, দ্বিতীয়ার্ধে খেলেছি।’

এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দলের আরও ভালো পারফরম্যান্স দেখতে চান স্কালোনি। তিনি আরও বলেন, ‘কিছু ভুল ছিল, ওগুলো শুধরে নিতে হবে। এই ভুলগুলো ছাড়া পারফরম্যান্স খারাপ ছিল না। ভালোগুলো বেছে নিয়ে খারাপ দিকগুলো সংশোধন করতে হবে এখন থেকে।’

এমএইচবি

আরও পড়ুন