• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ১০:৪৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ১০:৪৭ এএম

তুরস্কের বিপক্ষে প্রতিশোধ নিতে ব্যর্থ ফ্রান্স 

তুরস্কের বিপক্ষে প্রতিশোধ নিতে ব্যর্থ ফ্রান্স 
ঘরের মাঠে তুরস্কের কাছে হোঁচট খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফটো: টুইটার

ইউরো ২০২০ বাছাইপর্বে টানা চার ম্যাচ জয়ের পর ঘরের মাঠে তুরস্কের কাছে হোঁচট খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। 

সোমবার (১৪ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গত জুনে প্রথম দেখায় তুরস্কের মাঠে ২-০ গোলে হেরে বসেছিল ইউরোর গত আসরের ফাইনালিস্টরা। তাই ঘরের মাঠে ফ্রান্সের সামনে সুযোগ এসেছিল প্রতিশোধ নেয়ার। কিন্তু সেটা নিতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দর্শকদের গোলের দেখা পেতে ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। আঁতোয়ান গ্রিজম্যানের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে হেডে বল জালে জড়িয়ে ফ্রান্সের দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেন অলিভার জিরুড। 

তবে ফ্রান্সের আনন্দ ৫ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৮১ মিনিটের মাথায় সেট পিস থেকে হাকানের পাসে বল পেয়ে কান আইহান গোল করে বসলে সমতায় ফেরে তুরস্ক। 

গ্রুপের আরেক ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে আইসল্যান্ড এবং আলবেনিয়া ৪-০ গোলে মলডোভাকে হারিয়েছে।

আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তুরস্ক। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১৫। চার নম্বরে থাকা আলবেনিয়ার পয়েন্ট ১২।

আরআইএস 
 

আরও পড়ুন