• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ১১:৩৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ১১:৩৩ এএম

আবারো ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন সিমন্স

আবারো ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন সিমন্স
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিল সিমন্স। ফটো: রয়টার্স

আগামী চার বছরের জন্য আবারো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিল সিমন্স। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ী এই কোচ সাময়িক সময়ের জন্য ক্যারিবীয়দের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সিমন্স চুক্তি সম্পাদন করেছেন। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তিন সদস্যের সিলেকশন প্যানেলের নামও ঘোষণা করেছে। 

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট এক বিবৃতিতে বলেন, অতীতের কোনো ভুলকে সংশোধন করার জন্য ফিল সিমন্সকে ফিরিয়ে আনা হয়নি। তবে আমি মনে করি বোর্ড সঠিক সময়ে উপযুক্ত ব্যক্তিকেই বাছাই করেছে।

আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেন সিমন্স। তার অধীনে আফগানরা ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে বোর্ডের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ায় তিনি আফগানিস্তানের হেড কোচের পদ ছেড়ে দেন।  

এদিকে, ক্যারিবীয়দের বিদায়ী ভারপ্রান্ত হেড কোচ ফ্লয়েড রেইফারের প্রশংসা করে তার অবদানকে স্মরণ করেছেন ফিল সিমন্স। তিনি বলেন, আমি ফ্লয়েড রেইফারের কঠিন পরিশ্রমের প্রশংসা করতে চাই। অন্তর্বর্তীকালীন সময়ে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন।

আরআইএস 

আরও পড়ুন