• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৭:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০৭:৩৩ পিএম

‘আমরা দেশে যেমন খেলি, বাইরে গেলে তেমন পারি না’

‘আমরা দেশে যেমন খেলি, বাইরে গেলে তেমন পারি না’
মিনহাজুল আবেদীন নান্নু। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ‘এ’ দলের সিরিজ দেখা যাচ্ছে নিয়মিতই। পাইপলাইনের ক্রিকেটারদের ব্যাপারে এখন যে খানিকটা বেশি সতর্ক বিসিবি, তার প্রমান পাওয়া যায় এখানেই। কয়েক দিন আগেই শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে আনঅফিসিয়াল টেস্ট সিরিজও ড্র করে মুমিনুল হকের দল। 

শ্রীলঙ্কায় ‘এ’ দলের পারফরম্যান্সে খুশি বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সবমিলিয়ে শ্রীলঙ্কায় (বাংলাদেশ যুবাদের) পারফরম্যান্স অনেক ভালো লেগেছে এই কারণে যে সেখানে অনেক কঠিন কন্ডিশন ছিল। আর প্রথম দিকের খেলাগুলো বৃষ্টিতে ভেসে যাওয়ার পরে কিন্তু বেশ টাইট সূচি হয়েছে এবং আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে কিন্তু প্রায় আশি কিলোমিটার প্রতিদিন আশা যাওয়ার মধ্যে খেলা, একই ভেন্যুতে অনুশীলন করা, সবমিলিয়ে অনেক কঠিন কন্ডিশন গিয়েছে।’ 

বিদেশের মাটিতে সাধারণত ভালো করতে পারে না বাংলাদেশ। শ্রীলঙ্কায় ‘এ’ দলের পারফরম্যান্স আগামী ভারত সফরেও কাজে দেবে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের। তার মতে, এমন সিরিজ দলের খেলোয়াড়দের পারফরম্যান্স করার বড় সুযোগ।

তিনি আরও বলেন, ‘আমরা দেশের মাটিতে যে ধরনের ক্রিকেট খেলি বাইরে কিন্তু সেটা খেলতে পারি না। ধারাবাহিকভাবে এই সফরটি যদি হয় তাহলে এটা আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় সুযোগ, অনেক বড় প্ল্যাটফর্ম ভালো পারফর্ম করার জন্য এবং আমার বিশ্বাস যে এবার যে অভিজ্ঞতা তারা পেয়েছে ম্যাচগুলতে, এটা অনেক কাজে লাগবে সামনে।’

এমএইচবি

আরও পড়ুন