• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ১২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০১:৪৪ পিএম

ইতিহাস গড়ে মেসির হ্যাটট্রিক গোল্ডেন বুট জয়

ইতিহাস গড়ে মেসির হ্যাটট্রিক গোল্ডেন বুট জয়
গোল্ডেন বুট হাতে লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দী ক্রিশ্চিয়ানো রোনালদো একবার বলেছিলেন ‘ব্যালেন ডি অরের চেয়েও গোল্ডেন বুট ভালো’। এরপর থেকেই বোধ হয় লিওনেল মেসির ক্ষুধাটা আরও বেড়ে গেল। বুধবার (১৬ অক্টোবর) যে টানা তৃতীয়বার ও প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো গোল্ডেন বুট জয় করলেন তিনি। 

২০১৮-১৯ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে সবচেয়ে বেশি গোল করায় লিওনেল মেসিই যে এই পুরস্কারটি জিততে যাচ্ছেন। বাকি আনুষ্ঠানিকতা হলো বুধবার রাতে। বার্সেলোনায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে মেসির হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী ও দুই সন্তান। 

স্প্যানিশ লা লীগায় বার্সেলোনার হয়ে ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন মেসি। ৩২ গোল নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এই পুরস্কার জয়ের পর সতীর্থদের ধন্যবাদ জানান আর্জেন্টাইন সুপারস্টার। চারবার গোল্ডেন বুট জয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো।

এমএইচবি

আরও পড়ুন