• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৯:১৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৯:১৮ এএম

মার্টিনেজ-লুকাকুর জোড়া গোলে ইন্টারের রোমাঞ্চকর জয়

মার্টিনেজ-লুকাকুর জোড়া গোলে ইন্টারের রোমাঞ্চকর জয়
রোমাঞ্চকর জয়ের পর উদযাপনে মেতে ওঠে ইন্টার মিলানের ফুটবলার ও কোচিং স্টাফরা। ফটো : টুইটার

ইতালিয়ান লীগ সিরি 'এ'তে সাসুয়োলুর বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর এক জয় পেয়েছে ইন্টার মিলান।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২ মিনিটেই মার্সেলো ব্রোজোভিচের কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোল পেয়ে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ।

অতিথিরা অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১৬ মিনিটে হামেদ জুনিয়রের পাসে বল পেয়ে ডান পায়ের কিকে গোল করে ম্যাচে সমতা আনেন ডমেনিকো বেরার্দি। 

এরপর ম্যাচের ৩৮ মিনিটে সতীর্থের পাসে বল নিয়ে এবং ৪৫ মিনিটে স্পট কিক থেকে লুকাকুর জোড়ো গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার।

বিরতির পর ৭১ মিনিটে স্পট কিক থেকে মার্টিনেজ বল জালে পাঠালে সহজ জয়ের পথে ইন্টার এগিয়ে যেতে থাকে। তবে ৭৪ ও ৮১ মিনিটে যথাক্রমে ফিলিপ জুরিসিচ এবং জেরেমি বোগার গোল করে বসলে সাসুয়োলু ম্যাচ জমিয়ে তোলে। যদিও শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ইন্টার জয়ের নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ৭ জয় ও ১ হাড়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। সমান ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস।

আরআইএস  
 

আরও পড়ুন