• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ০২:১৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ০৩:১০ পিএম

আমি চাইলেই বিরাটের মতো আক্রমণাত্মক হতে পারবো না : মুমিনুল

আমি চাইলেই বিরাটের মতো আক্রমণাত্মক হতে পারবো না : মুমিনুল
মুমিনুল হক। ফাইল ছবি

দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থা। চারদিকে সাকিবের নিষিদ্ধ হওয়া নিয়ে আলোচনা, তাতে আর সবার মতো মুমিনুল হকও যে ব্যথিত হয়েছেন তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে এর মধ্যেই তার উপর এসে পড়েছে গুরুদায়িত্ব। ভারত সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক যে ছোটখাটো গড়নের বড় মাপের ব্যাটসম্যান মুমিনুলই। 

এই সফরে তার সামনে চ্যালেঞ্জ আছে আরও। ভারত সফরের দ্বিতীয় টেস্টে ইডেনে বাংলাদেশ যে খেলবে দিবা-রাত্রির টেস্ট। প্রথমবারের মতোই গোলাপি বলে খেলতে নামবে টাইগাররা। এমন সময়ে অধিনায়কত্ব পাওয়াটা চ্যালেঞ্জিংই বটে, তবে ভারতের এক  দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মুমিনুল জানালেন তিনি এতে সম্মানিতও বোধ করছেন। 

তিনি বলেন,‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই খুব সম্মানের। অধিনায়ক হওয়া নিশ্চিতভাবেই আরও বড় সম্মান। কিন্তু অধিনায়ক হয়ে আলাদা করে দারুণকিছু এক্সাইটমেন্ট হচ্ছে বললে বাড়িয়ে বলা হবে। আসলে দেশের জন্য খেলাটা কর্তব্য বলে মনে করি। নিজের কাজটা ঠিক করে করাই লক্ষ্য। তার বেশিকিছু নয়।’

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে যতটা আক্রমনাত্মক হিসেবে জানে সবাই, মুমিনুল ততটাই শান্ত। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি চাইলেও বিরাটের মতো আক্রমানাত্মক হতে পারব না। ও চাইলেও আমার মতো নয়। আসলে দু’জনের স্বভাবটাই আলাদা। তাছাড়া শুধু বিরাটের অ্যাগ্রেসনের কথা বলছেন কেনো, ধোনির কথাও বলুন। তিনি তো খুবই চুপচাপ। তারপরও তো কত সফল।’

এমএইচবি

আরও পড়ুন