• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ০৪:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ০৫:০৪ পিএম

দিল্লিতে মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা

দিল্লিতে মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা
মাস্ক পরে অনুশীলনে লিটন দাস। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থার মধ্যেই তিন টি-টুয়েন্টি ও দুই টেস্ট খেলতে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ভারতে পৌঁছেছে বাংলাদেশ। যেখানে প্রথম টি-টুয়েন্টিতে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। 

কিন্তু দিল্লিতে দীপাবলির পর থেকেই ক্রমাগত খারাপ হচ্ছে আবহাওয়া। বায়ূদূষণের কারণে এই প্রতিকূল আবহাওয়ায় তিন-চার ঘণ্টা খেললে খেলোয়াড়দের শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আগেই জানিয়েছিলেন পরিবেশবাদীরা। দিল্লি থেকে ম্যাচটি সরিয়ে নেয়ার আবেদনও জানিয়েছিলেন তারা।

দিল্লিতে অনুশীলনে ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তা করেনি। এরমধ্যেই বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রথমবারের মতো দিল্লিতে অনশীলন করতে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বায়ূ দূষণের কারণে মাস্ক পরে অনুশীলনে নেমেছিলেন তারা। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি ছিলো যে মাস্ক পরে মাঠে খেলতে নেমেছিলেন শ্রীলংকার ক্রিকেটাররা।

এমএইচবি

আরও পড়ুন