• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ১২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০১৯, ১২:২৫ পিএম

টি-টুয়েন্টি বিশ্বকাপ : বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে যারা

টি-টুয়েন্টি বিশ্বকাপ : বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে যারা

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের আসর। র‍্যাংকিংয়ের প্রথম আট দলের মধ্যে না থাকায় বাংলাদেশকে বাছাইপর্বে খেলতে হবে। 

'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড। অপরদিকে গ্রুপ 'এ'তে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও ওমান। দুই গ্রুপ থেকে মোট ২টি করে চারটি দল সুপার-১২ পর্ব অর্থাৎ বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে।

আগামী বছরের ১৯ অক্টোবর হোবার্টে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে মিশন শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২১ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলাগুলো শুরু হবে। 

র‍্যাংকিংয়ের প্রথম আট দল ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরি সুপার-১২  পর্বে খেলবে। 

আরআইএস 
 

আরও পড়ুন