• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৯:৩৯ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ১০:০৫ এএম

বিপিএল : ৫ দলের স্পন্সর চূড়ান্ত

বিপিএল : ৫ দলের স্পন্সর চূড়ান্ত
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) লোগো । ফটো : সংগৃহীত

বিপিএলের সপ্তম আসরে থাকবে না কোনো ফ্র্যাঞ্চাইজি এবং সব দলের মালিক থাকবে বিসিবি- এমনটি অনেক আগেই জানিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে তিনি এটিও জানিয়েছিলেন, এবারের বিপিএল হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরটা হবে একেবারেই ভিন্ন আঙ্গিকে। বিষয়টি নিয়ে বিসিবি ইতোমধ্যে নানা রকমের পরিকল্পনা সাজিয়ে যাচ্ছে।

আসন্ন বিপিএলে অংশ নিতে যাওয়া সাত দলের মধ্যে পাঁচ দলের স্পন্সর চূড়ান্ত করেছে বিসিবি। ঢাকার যমুনা ব্যাংক, চট্টগ্রামের ডেলটা স্পোর্টস, খুলনার মাইন্ড ফ্রি, জিভিনি ফুডওয়্যার এন্ড ক্র্যাফট লিমিটেড এবং রাজশাহীর স্পন্সর হয়েছে আইসিপি লিমিটেড। আরও দুইটি দলের স্পন্সরের জন্য বিসিবি অপেক্ষায় রয়েছ

টুর্নামেন্টের ভেন্যু হিসেবে যথারীতি থাকছে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

আরআইএস 

আরও পড়ুন