• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০৮:২৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ০৮:২৩ পিএম

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ক্যাটরিনা-অরিজিৎ

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ক্যাটরিনা-অরিজিৎ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি উপলক্ষে বিপিএলের সপ্তম আসরটা হবে একেবারেই ভিন্ন আঙ্গিকে। বিশেষ এই আসরে থাকবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানটাও বেশ জাঁকজমকপূর্ণভাবেই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 

আর এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের কারণেই নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে হবে এবারের আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখটা ঠিকই জানিয়ে রেখেছেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। চলতি মাসের ১২ তারিখ প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা থাকলেও সেটাও যে পেছাচ্ছে সে কথাও জানিয়ে রেখেছেন তিনি। 

সোহেল বলেন, ‘৮ ডিসেম্বর আমরা খুব জাঁকজমকভাবে উদ্বোধনটা করবো। এটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথেও কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন। এটার কার্যক্রমও প্রায় শেষ। প্লেয়ার্স ড্রাফট দুই তিনদিন পিছিয়ে ১৪-১৫ তারিখ হতে পারে। বিপিএলটা যে তারিখে ছিল সেটা হয়তো দুই তিনদিন পিছিয়ে যেতে পারে। বিগত বারের চাইতে এবারেরটা আমরা আরও বেশি জাঁকজমকপুর্ণ ওপেনিং করতে যাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে কোন তারকারা থাকতে পারে তার আভাসও দিয়েছেন তিনি, ‘বাংলাদেশের থেকে বড় শিল্পী আছে যারা তাদের থেকে দুই তিনজন নিবো। ভারত থেকে ক্যাটরিনা কাইফ, অরিজিৎ সিং, জন আব্রাহাম, টাইগার শ্রফ মানে যাদের এভেইলএবল পাওয়া যাবে আরকি। ডিসেম্বর মাস ভারতে খুব একটা ফাঁকা সময় থাকেনা, যাদের পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগের পরই জানাবো।’

এমএইচবি

আরও পড়ুন