• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ০৩:০১ পিএম

রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি খুলনার

রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি খুলনার
সংগৃহীত ছবি

শেষ দিনে খুলনার প্রয়োজন ছিল ৫৩ রান, হাতে ছিল ৫ উইকেট। অপরাজিত দুই ব্যাটসম্যানের একজন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মেহেদি হাসান ও জিয়াউর রহমান। শেষ দিনে দুই জনই ফিফটি তুলে নিলেও তাদের বিদায়ে হারের শঙ্কায় পড়ে যায় খুলনা। তবে আট নম্বরে নামা মইনুল ইসলামের দৃঢ়তায় শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে ১ উইকেটে জয় পেয়েছে তারা। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। প্রথম ইনিংসে আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে ২২৪ রানে গুটিয়ে যায় রংপুর, জবাবে মেহেদি হাসানের সেঞ্চুরিতে ২৩৩ রান করে খুলনা। রংপুরের পক্ষে ৫ উইকেট পান রবিউল হক। 

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও বল হাতে আগুন ঝরান খুলনার অধিনায়ক রাজ্জাক। ইনিংসে তার পাঁচ উইকেটে দ্বিতীয় ইনিংসে রংপুর গুটিয়ে যায় ২১১ রানে। এরপর ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মেহেদি হাসানের ৫৬ ও জিয়াউর রহমানের ৫৩ এবং শেষদিকে মইনুল ইসলামের অপরাজিত ১৬ রানে এক উইকেটের রোমাঞ্চকর জয় পায় খুলনা। 

এমএইচবি

আরও পড়ুন