• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৩:৪১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ০৩:৫০ পিএম

মুশফিককে আদর্শ মানেন ভারতীয় নারী ক্রিকেটার

মুশফিককে আদর্শ মানেন ভারতীয় নারী ক্রিকেটার
সংগৃহীত ছবি

মুশফিকুর রহিমের ব্যাটে চড়েই প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে বাংলাদেশ। অনবদ্য এক ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। প্রথম টি-টুয়েন্টির পর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতের রাজকোটে আছে বাংলাদেশ দল। 

সেখানেই মুশফিকের সঙ্গে দেখা করতে ঋদ্ধি রুপারল নামের এক ভারতীয় নারী ক্রিকেটারের অপেক্ষা। বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যানকে আদর্শ মানেন সৌরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধি। প্রথমে মুশফিকের উচ্চতা দেখে ভালো লাগে তার, পরে মুশফিকের ব্যাটিংও মনে ধরে ভারতীয় এই নারী ক্রিকেটারের। 

এ নিয়ে ঋদ্ধি বলেন,‘আমি তাকে আদর্শ মনে করি। কারণ আমিও উইকেটকিপার এবং টপ অর্ডার ব্যাটসম্যান। শুরুতে উনি কিছুটা সময় নেন, পরে হুট করে খেলাটা বদলে দেন। ক্যাচ পড়ার (ক্রুনাল পান্ডিয়ার হাত থেকে) পরও তার অ্যাপ্রোচ ইতিবাচক ছিল।’

তিনি আরও বলেন, ‘উনার উচ্চতা আমার মতো। আমি সব সময় আমার উচ্চতার উইকেট কিপারদের আদর্শ মানি। গত ম্যাচে উনি যেভাবে খেলেছেন, সেটা ছিল দারুণ। ক্যাচটা পড়ার পরে চারটা বাউন্ডারি মেরে উনি যেভাবে খেলা শেষ করেছেন, তা উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো। গত বছর আমি যখন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে বাংলাদেশে খেলতে গেলাম, তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। সাকিব আল হাসানের সঙ্গেও দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তারা কোনো এক টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন।’

এমএইচবি

আরও পড়ুন